ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতীয় আধিপত্যবাদ নিয়ে চিন্তিত প্রধান উপদেষ্টা: মান্না

প্রকাশিত: ২২:৪৪, ২৫ মে ২০২৫

ভারতীয় আধিপত্যবাদ নিয়ে চিন্তিত প্রধান উপদেষ্টা: মান্না

ছ‌বি: সংগৃহীত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনুস ভারতীয় আধিপত্যবাদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। মান্না বলেন, প্রধান উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনকে মেনে নিতে চায় না। বরং সুযোগ পেলে একদিনেই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেছেন।

মান্না জানান, এই সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানালেও, দিন দিন সেই ঐক্য দুর্বল হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন। মান্না বলেন, “তিনি বেশ হতাশ, তবে আমরা তাকে আশ্বস্ত করেছি যে, মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ থাকব।”

মাহমুদুর রহমান মান্না আরও জানান, সাম্প্রতিক এক বৈঠকে প্রধান উপদেষ্টা ব্যক্তিগত হতাশার কথা জানিয়ে বলেছিলেন, “আমি মনে করছিলাম, আমি যেসব উদ্যোগ নিয়েছি, তা হয়তো ব্যর্থ হবে। সঠিকভাবে সংস্কারও হবে না, নির্বাচনও করা যাবে না। তাই মনে হয়েছে, দায়িত্বে থাকা উচিত নয়।” তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা তাকে সিদ্ধান্ত থেকে বিরত রেখেছেন।

মান্না হালকা রসিকতার ছলে বলেন, “আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই, কারণ তারা তাকে ধরে রেখেছে। জাতিও চায় না, এই মুহূর্তে ড. ইউনুস ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তাহলে সংকট আরও বাড়বে।”

তিনি জানান, প্রধান উপদেষ্টা এখন আরও রাজনৈতিকভাবে সক্রিয় হতে চান এবং একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করার পক্ষপাতী। নির্বাচন সম্পর্কেও তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন— “যদি কম মাত্রায় সংস্কার হয়, তাহলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে, আর যদি বড় সংস্কার প্রয়োজন হয়, তাহলে জুন মাস পর্যন্ত সময় নেওয়া যেতে পারে।”

মান্না বলেন, “প্রধান উপদেষ্টা এমনকি পদত্যাগপত্র প্রস্তুত রাখার কথাও বলেছেন, যাতে সবাই নিশ্চিত হতে পারে যে জুনের পরে নির্বাচন বিলম্ব হবে না। তিনি ক্ষমতা কুক্ষিগত করতে চান না, বরং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পুনর্নির্মাণ করতে চান।”

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=tf80YTix608

মেহেদী

আরো পড়ুন  

×