ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘুম ভাঙার পর বিছানায় কিং কোবরার মুখোমুখি, অতপর... ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল!

প্রকাশিত: ০১:৫৩, ২৬ মে ২০২৫; আপডেট: ০১:৫৪, ২৬ মে ২০২৫

ঘুম ভাঙার পর বিছানায় কিং কোবরার মুখোমুখি, অতপর... ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল!

ছবিঃ সংগৃহীত

ঘুম ভাঙার পর চোখ খুলেই যদি বিছানায় দেখা মেলে বিষধর কিং কোবরার, তাহলে যেকোনো মানুষের আতঙ্কে শরীর জমে যাওয়াই স্বাভাবিক। কিন্তু ভারতের উত্তরাখণ্ডের এক ব্যক্তি এমন পরিস্থিতিতে নিজেকে শুধু সামলে নিয়েই ক্ষান্ত হননি, বরং পুরো ঘটনাটিকে মোবাইলের ক্যামেরায় ধারণ করে অনলাইনে আপলোড করেছেন। আর সেই ভিডিও এখন ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘুমন্ত অবস্থায় বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তির গায়ে এবং পায়ের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এক বিশাল আকৃতির কিং কোবরা। ভয়ংকর এই দৃশ্য দেখে বেশিরভাগ মানুষই হয়তো চিৎকার করে উঠে পালিয়ে যেতেন। তবে ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সম্পূর্ণ শান্ত। সাপটি তার মাথার কাছাকাছি চলে এলে সে স্থিরভাবে তাকিয়ে থাকে। সাপটি সামনে এগিয়ে আসতেই সে ধীরে ধীরে বিছানা থেকে সরে আসে—এ যেন সাহস, ধৈর্য আর বুদ্ধিমত্তার এক অপূর্ব নিদর্শন।

ভিডিওর একেবারে শেষে দেখা যায়, কিং কোবরা ফনা তুলে বিছানার ওপর দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তটিই ভিডিওটির সবচেয়ে শিউরে ওঠার মতো অংশ। অনেক দর্শক এই দৃশ্য দেখে আতঙ্কে কেঁপে উঠেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, "সাপটির আচরণ খুবই শান্ত ছিল, যেন সেটি কারও ক্ষতি করতে আসেনি।" কেউ কেউ সাপটিকে "পোষা" বলে উল্লেখ করেছেন—অর্থাৎ এটি যেন কোনো দেবীয় বার্তা নিয়ে এসেছে!

এই ভিডিও সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির সাহসিকতা এবং ধীরস্থির আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি হলে আতঙ্কে হৃদরোগে মরতাম! আর উনি ভিডিও করে নেটেও ছাড়লেন!” আরেকজন মন্তব্য করেন, “এটা শুধু সাহস না, সাপ সম্পর্কে গভীর বোঝাপড়াও তার মধ্যে ছিল।”

ভয়ংকর হলেও, ঘটনাটি শেষ পর্যন্ত মর্মান্তিকে পরিণত না হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে একইসঙ্গে তারা সতর্ক থেকেও এমন পরিস্থিতিতে পেশাদার সাপ উদ্ধারকারীর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সূত্রঃ https://youtu.be/LsBt6u2zXqI?si=KmMc9vt7hVXsaFf8

ইমরান

×