ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বিদেশিদের জন্য নাগরিকত্বের সুযোগ! ২৫ লাখ প্রবাসীর জন্য সুসংবাদ দিলো ইতালি

প্রকাশিত: ২২:৪২, ২৫ মে ২০২৫; আপডেট: ২২:৪২, ২৫ মে ২০২৫

বিদেশিদের জন্য নাগরিকত্বের সুযোগ! ২৫ লাখ প্রবাসীর জন্য সুসংবাদ দিলো ইতালি

ছবিঃ সংগৃহীত

ইতালিতে বসবাস করা লাখ লাখ নন-ইউরোপীয় মানুষ বহু বছর ধরে একটি স্বপ্ন লালন করছেন—একদিন তাঁরা এই দেশটির নাগরিক হবেন, এখানেই স্থায়ীভাবে গড়ে তুলবেন নিজেদের ভবিষ্যৎ। সেই স্বপ্ন যেন এখন একটু বাস্তবের কাছাকাছি এসেছে। কারণ আসছে ৮ ও ৯ জুন, ইতালিতে একটি গণভোট হতে যাচ্ছে—যা পাস হলে নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনেকটাই সহজ হয়ে যাবে।

নতুন নিয়মে কী বদল আসছে?
এখনকার নিয়ম অনুযায়ী, যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে এসেছেন, তাঁদের অন্তত ১০ বছর ইতালিতে বসবাস করার পর নাগরিকত্বের আবেদন করার সুযোগ মেলে। কিন্তু এই প্রস্তাবিত নতুন আইন অনুযায়ী, সেই সময় কমে দাঁড়াবে মাত্র ৫ বছরে। এটা কার্যকর হলে অনেকের জন্যই নাগরিকত্বের পথ অনেক সহজ হয়ে যাবে।

গবেষণা সংস্থা Idos বলছে, এই আইন পাস হলে ১১.৪ লাখ প্রাপ্তবয়স্ক এবং ২.২৯ লাখ শিশু নাগরিকত্বের জন্য যোগ্য হয়ে উঠবে। এছাড়া, যেসব বাবা-মা নাগরিকত্ব পাবেন, তাঁদের ৫৫ হাজার সন্তানও স্বয়ংক্রিয়ভাবে ইতালীয় নাগরিক হয়ে যাবে।

তবু সবাই পারবে না...
সবাই যে এই সুযোগটা পাবে, এমন নয়। +Europa নামের একটি রাজনৈতিক দলের হিসেবে অনুযায়ী, মোট ২৫ লাখ মানুষ এই আইনের সুবিধা পেতে পারেন। তবে এর মধ্যেই ৭ লাখের মতো মানুষ রয়েছেন, যাঁরা সরকারের নির্ধারিত আয় সীমা না পেরোনোর কারণে নাগরিকত্বের জন্য যোগ্য হবেন না।

নিয়ম অনুযায়ী, একজন অবিবাহিত ব্যক্তির বার্ষিক আয় কমপক্ষে €8,263.31 (প্রায় ৮ লাখ টাকা) হতে হবে। বিবাহিতদের ক্ষেত্রে সেটা বাড়ে €11,362.05 (প্রায় ১১ লাখ টাকা)। সন্তান থাকলে, প্রতি সন্তানের জন্য অতিরিক্ত €516 (প্রায় ৫০ হাজার টাকা) আয় দেখাতে হবে। এই শর্তগুলো কিন্তু একই থাকছে।

প্রধানমন্ত্রীর বিরোধিতা কেন?
ডানপন্থী রাজনৈতিক নেত্রী ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই আইনটির বিরুদ্ধে সরব। তিনি মনে করেন, এই ধরনের সহজ নাগরিকত্ব দেশটির পরিচয় ও সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তাঁর সরকার মানুষকে গণভোটে অংশ না নেওয়ার অনুরোধ করছে—এক প্রকার বয়কটের ডাক দিচ্ছেন তিনি।

মানুষের মুখে হাসি, কিন্তু আশঙ্কাও আছে
যাঁরা ইতালিতে বছরের পর বছর ধরে শ্রম দিচ্ছেন, কর দিচ্ছেন, পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন, তাঁদের জন্য এটা এক দারুণ সুযোগ। অনেকেই আশায় বুক বেঁধেছেন, ভাবছেন—“হয়তো এবার আমাদেরও এই দেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে স্বীকৃতি মিলবে।”

কিন্তু একাংশ মানুষ হতাশও। কারণ কঠিন আয় সংক্রান্ত শর্ত এবং প্রধানমন্ত্রীর বিরোধিতা অনেকের জন্যই পথ রুদ্ধ করে দিচ্ছে।


এই গণভোট শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি মানবিক প্রশ্নও। যারা দীর্ঘদিন ধরে ইতালিকে নিজেদের ঘর বানিয়ে ফেলেছেন, এই দেশ গড়ার কাজে শরিক হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াবে কি না ইতালির জনগণ—এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন লাখো মানুষ।

তথ্যসূত্রঃ https://www.livemint.com/news/world/new-rule-for-italian-citizenship-2-5-million-non-eu-residents-may-be-eligible-despite-pm-giorgia-melonis-resistance-11748079146304.html

মারিয়া

×