ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ২৫ মে ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় এক চিকিৎসকের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত

ছবিঃ সংগৃহীত

গাজায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় প্রায় ৮০ জন নিহত হয়েছেন। এই সংখ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে মৃতদের হিসাব অন্তর্ভুক্ত নয়, যেগুলো এখন আর প্রবেশযোগ্য নয় বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে রয়েছেন এক চিকিৎসকের ১০ সন্তানের ৯ জন। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর সহকর্মীরা ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নাসের হাসপাতালের শিশু চিকিৎসক আলা নাজ্জার ডিউটিতে ছিলেন। খবর পেয়ে বাড়ি ছুটে গিয়ে দেখেন তাঁর বাসায় আগুন লেগেছে। হাসপাতালের শিশু বিভাগের প্রধান আহমদ আল-ফাররা জানান, ওই হামলায় নাজ্জারের স্বামী মারাত্মক আহত হয়েছেন এবং তাঁদের একমাত্র জীবিত সন্তান—১১ বছরের ছেলে—গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

নিহত শিশুদের বয়স সাত মাস থেকে ১২ বছরের মধ্যে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দোকরান বলেন, এখনও দুই শিশুর মরদেহ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা হামলা চালিয়েছে এমন একটি স্থাপনায় যেখানে সন্ত্রাসীরা অবস্থান করছিল, যা তাদের বাহিনীর কাছাকাছি ছিল। তারা খান ইউনুস এলাকাকে "ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র" হিসেবে বর্ণনা করেছে এবং বলেছে, সেখানকার বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছিল। বেসামরিক হতাহতের অভিযোগ তারা পর্যালোচনা করছে বলে জানিয়েছে। শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজায় ১০০টির বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা, যারা বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করেন না, বলছেন—নতুন এই হতাহতের ঘটনায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার পর থেকে শুরু হওয়া ১৯ মাসের যুদ্ধের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৯০১ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্চ থেকে আবার যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি অভিযানে ৩,৭০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধ আবার শুরু হয়েছিল হামাসের ওপর চাপ প্রয়োগ করে অস্ত্রবিরতির শর্ত বদলানো ও অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে।
 

মুমু

×