
ছবিঃ সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকের পর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মান্না বলেন, “প্রধান উপদেষ্টা খুব স্পষ্ট করে বলেছেন— কম সংস্কার হলে ডিসেম্বর, আর বেশি সংস্কার হলে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা আলোচনা করে যেকোনোটি করতে পারি। কিন্তু দরকার হলে আমি লিখে দেব— এমনকি পদত্যাগপত্র আকারে লিখে দেব— যে জুনের পরে কোনোভাবে নির্বাচন গড়াবে না। তার আগেই নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, যারা সন্দেহ করে যে তিনি হয়তো ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চান, তাদের জন্য দরকার হলে তিনি প্রমিসরি নোটের মতো করে লিখে দেবেন যে তিনি কোনোভাবেই ক্ষমতা বাড়াতে চান না। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে কাজ করছে না। বরং সামনে একটি নির্বাচন দিয়ে গণতন্ত্র নির্মাণের জন্য যা করা দরকার, সেটাই তিনি করবেন।”
প্রসঙ্গত, হঠাৎ করে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে রোববার (২৫ মে) বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তার আগের দিন বৈঠক হয় বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে। ওই বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে তিনটি দলই তাদের আগের অবস্থান তুলে ধরে।
পরদিন, অর্থাৎ দ্বিতীয় দিন, দুই দফায় ২০ জন নেতার সঙ্গে বসেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে বিকাল ৫টা ৫০ মিনিটে সরকারপ্রধানের বাসভবন ‘যমুনা’য় শুরু হয় প্রথম দফার আলোচনা।
ইমরান