ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রধান উপদেষ্টাকে মানসিক টর্চার করা হচ্ছে : চরমোনাই পীর

প্রকাশিত: ০০:৪৪, ২৬ মে ২০২৫

প্রধান উপদেষ্টাকে মানসিক টর্চার করা হচ্ছে : চরমোনাই পীর

ছ‌বি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না, বরং তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম।

রবিবার দুই দফায় মোট ২০ জন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চরমোনাই পীর এ মন্তব্য করেন।

তিনি বলেন, "প্রধান উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাকে মানসিক টর্চার করা হচ্ছে— এটা আমরা স্পষ্টভাবে অনুভব করছি।"

চরমোনাই পীর আরও জানান, বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, “জিতলে একসঙ্গে, হারলেও একসঙ্গে, মাঝপথে রণে ভঙ্গ দেওয়ার কোনো সুযোগ নেই। সেই মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

এ সময় তিনি বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করা এবং নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

মেহেদী

×