ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাবা সম্পত্তি না দিলেও সন্তানদের ভাগ পাওয়ার আইনি বিধান কী?

প্রকাশিত: ০৫:২২, ২৬ মে ২০২৫

বাবা সম্পত্তি না দিলেও সন্তানদের ভাগ পাওয়ার আইনি বিধান কী?

ছবি: সংগৃহীত

 গোলমাল নেই, বাস্তবেই অনেক সময় বাবা জীবিত থাকার পরেও ইচ্ছাকৃতভাবে কিছু সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। এই পরিস্থিতিতে সেই সন্তানের কি আইনি অধিকার আছে?

বাংলাদেশের আইন অনুযায়ী, একজন ব্যক্তি জীবিত অবস্থায় নিজের সম্পত্তির সম্পূর্ণ মালিক। তিনি চাইলে নিজের সম্পত্তি যেকোনো সন্তানের দিতে পারেন বা দিতে না চাইলেও কোন আইনি বাধ্যবাধকতা নেই। অর্থাৎ, বাবা যদি দৃঢ় ইচ্ছায় সন্তানকে সম্পত্তি না দেন, তাহলে সেই সন্তানের কাছে জীবিত বাবার বিরুদ্ধে কোনো মামলা করার সুযোগ বা অধিকার নেই।

তবে বাবা যদি মৃত্যুর আগে কোন উইল (وصیت) না করে যান কিংবা সম্পত্তি ভাগ না করে যান, তাহলে ইসলামিক উত্তরাধিকার আইনের আওতায় সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ন্যায্য অংশ পেতে পারেন। এই ক্ষেত্রে সন্তানরা মামলার মাধ্যমে তাদের সম্পত্তির অংশ দাবি করতে পারবেন।

অর্থাৎ, জীবিত বাবার বিরুদ্ধে না হলেও মৃত্যুর পর সন্তানরা আইনের আশ্রয় নিতে পারবেন। এছাড়া, যদি কোনো সন্তান আগে মারা যায়, তার উত্তরাধিকারীরাও নির্ধারিত অনুপাতে অংশ পাবেন।

তবে বাবা জীবিত অবস্থায় সম্পত্তি যদি অন্য কাউকে দান বা হস্তান্তর করেন, তাহলে সেই সম্পত্তি থেকে সন্তানদের অধিকার থাকে না। সৎ সন্তানদেরও সাধারণত কোনও অংশ পাওয়া যায় না।

সুতরাং, বাবা জীবিত অবস্থায় সন্তানের সম্পত্তি পাওয়ার আইনি অধিকার নেই, তবে বাবার মৃত্যুর পর সন্তানরা তাদের আইনি অংশ দাবি করতে পারবেন।

এসএফ 

×