
ছবিঃ সংগৃহীত
ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধ যেন এক নির্মম শিশুবিনাশে পরিণত হয়েছে। প্রতিদিনই বোমাবর্ষণ, ক্ষুধা ও রোগে মারা যাচ্ছে অসংখ্য শিশু। এই গণহত্যার সর্বশেষ শিকার ১১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদ, যিনি ইসরায়েলের লাগাতার বিমান হামলায় প্রাণ হারান।
অন্যদিকে, মৃত্যুর মিছিলে আরও যুক্ত হয়েছে চার বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন, যিনি ক্ষুধা ও অপুষ্টিতে ভুগে মারা গেছেন।
এই নিষ্ঠুর বাস্তবতা গাজার শিশুদের জন্য এখন প্রতিদিনের গল্প। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেও থামছে না এই মানবিক বিপর্যয়। ইসরায়েলের হামলা ও অবরোধ শুধু তাৎক্ষণিক মৃত্যুই নয়, দীর্ঘমেয়াদে রোগ ও অনাহারে মৃত্যু নিশ্চিত করছে শিশুদের জন্য।
বিশ্ববাসীর প্রশ্ন, আর কত শিশু মরলে থামবে এই নির্মমতা?
সোর্সঃ আল জাজিরা
ইমরান