ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার কোরবানির ঈদে হাট কাঁপাচ্ছে নোয়াখালীর ‘তুফান’

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ২২:০৯, ২৫ মে ২০২৫

এবার কোরবানির ঈদে হাট কাঁপাচ্ছে নোয়াখালীর ‘তুফান’

.

এবার কোরবানির ঈদে হাট কাঁপাচ্ছে নোয়াখালীর ‘তুফান’। কোরবানির হাটে তোলার আগেই নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের এক বিশালদেহী ষাঁড় ‘তুফান’। বয়স মাত্র ২৫ মাস। আর ওজনও ২৫ মণ! অসংখ্যা ক্রেতা-সাধারণের কৌতূহল আর আগ্রহে দিন দিন ভিড় বাড়ছে ‘ডাক্তার অ্যাগ্রো ফার্মে’। কারণ, শুধু আকারে নয়, আচরণ আর খাদ্য তালিকায়ও এই ষাঁড় যেন একেবারে রাজকীয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, আসন্ন ঈদুল আজহায় তুফান হতে যাচ্ছে জেলার সবচেয়ে বড় কোরবানির গরু। তুফানের দৈনন্দিন খাদ্য তালিকাও বেশ রাজকীয়। অন্যান্য প্রাকৃতিক খাবারের পাশাপাশি খায় আপেল, কমলা, মাল্টাসহ নানা জাতীয় পুষ্টিকর ফল। লম্বায় সাড়ে ৯ ফুট ও ৬ ফুট উঁচু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুটি ইতোমধ্যে নজর কেড়েছে পুরো জেলার ক্রেতা ও দর্শনার্থীর। প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করছে তাকে দেখতে। ঈদুল আজহা উপলক্ষে গরুটির দাম ১২ লাখ টাকা হাঁকছেন মালিক আবুল কালাম আজাদ।
খামারের মালিক আবুল কালাম আজাদ বলেন, আমি একজন ডাক্তার। প্রায় ২৪ বছর আগে এখানে আমি খামার স্থাপন করি। খামারটি সবাই ডাক্তার অ্যাগ্রো নামেই চিনে। আমার এখানে এবার আলোচিত গরু হলো তুফান। তার আচরণের কারণেই আমার ছেলে তুফান নাম রেখেছে। শখ করে মাত্র পাঁচ মাস আগে চট্টগ্রাম থেকে গরুটি কিনে এনেছি। তখনই বুঝেছিলাম, এটি সাধারণ গরু নয়। প্রতিমাসে ১ মণের বেশি ওজন সে লাভ করে। বর্তমানে তার স্বভাব পূর্বের তুলনায় অনেক ঠান্ডা হয়েছে। প্রতিনিয়ত এক নজর তুফানকে দেখতে মানুষ ভিড় করে অ্যাগ্রো ফার্মে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাণিসম্পদ বিভাগ ছোট-বড় সব আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করছে। এবছর জেলায় চাহিদার বেশি কোরবানির পশু রয়েছে। আমরা আশা করি, খামারিরা লাভবান হবেন। হাটে গরু কেনার পাশাপাশি খামারে গরু কেনায় মানুষের আগ্রহ রয়েছে।

প্যানেল

×