ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতকাহন

প্রকাশিত: ১৮:০৪, ২৫ মে ২০২৫

সাতকাহন

গ্রীষ্মের চিরচেনা আবহ, সনাতনরূপ দাবদাহের ভেতরই এবার হাজির হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ‘সাতকাহন’র গ্রীষ্মের পোশাক মানেই প্রাণের স্পন্দন, নতুন রঙের ছোঁয়া। নতুন কালেকশনে সেই আবেগ, ভালোবাসা ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। ট্রেন্ড ও আরামের দিকটিও সমানভাবে গুরুত্ব পেয়েছে, যাতে ক্রেতারা স্টাইল ও স্বাচ্ছন্দ্য দুটোই উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, সাতকাহন ব্র্যান্ড ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বস্ততার সঙ্গে কাজ করছে।  ঢাকায় সাতকাহনের রয়েছে তিনটি আউটলেট : ৫৬ গরিবে নেওয়াজ এভিনিউ, ২য় তলা, সেক্টর : ১৩, উত্তরা। শপ : ৬৬, লেভেল : ৪, ব্লক : ডি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আলামিন সেন্টার (গ্রাউন্ড ফ্লোর)। শপ : ৪০, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর : ১১, উত্তরা, ঢাকা : ১২৩০।

প্যানেল

×