ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পাগল সেজে এসে পরিবারের সবাইকে অজ্ঞান করে টাকা-সোনা চুরি

প্রকাশিত: ২২:৫৪, ২৫ মে ২০২৫

পাগল সেজে এসে পরিবারের সবাইকে অজ্ঞান করে টাকা-সোনা চুরি

লক্ষ্মীপুরের কমলনগরে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে একই পরিবারের সবাইকে অচেতন করে ঘরে থাকা টাকা ও সোনা চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় চরমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তারেক রহমান রকি বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (২৪ মে) রাতে চরমার্টিন ইউনিয়নের শাহাব উদ্দিন বাজারের পূর্ব পাশে নুরনবীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন গৃহকর্তা নুরনবী (৫৫), তার স্ত্রী রোকেয়া বেগম (৪৬), ছেলে সৌদি প্রবাসী সুজন হোসেন (২৬), পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০) ও ছোট ছেলে ইমন হোসেন (১৪)। তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নুরনবীর মেয়ে মেরিনা আক্তার বলেন, আমি শনিবার সকালে বাবার বাড়িতে বেড়াতে আসি। দুপুরে এক বৃদ্ধও বাড়িতে আসে। দেখতে পাগলের মতো। তিনি খাবার চাইলে দেওয়া হয়। অসুস্থ হওয়ায় তাকে নিয়ে কোনো সন্দেহ করা হয়নি। সন্ধ্যার পরে সবাই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ কোনোভাবে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখেছে।

নুরনবীর আরেক মেয়ে নুরনাহার বেগম বলেন, ‘রাতে খবর পেয়ে বাবার বাড়িতে এসেছি। অচেতন অবস্থা বাবা-মা, দুই ভাই ও ভাবিকে হাসপাতালে পাঠাই। মেরিনা অসুস্থ অবস্থায় আমাদের সঙ্গে বাড়িতে ছিল। রাতে শব্দ শুনে ঘুম ভাঙলে দেখি অচেনা একজন বাসার ভেতর তালা ভাঙার চেষ্টা করছেন। তখন চিৎকার দিলে তিনি পালিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘তারা সংঘবদ্ধ কয়েকজন ছিলেন। তারা বাসায় আলমিরাতে থাকা এক লাখ ৮০ হাজার টাকা, ছয়টি মোবাইলফোন ও প্রায় ছয় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’

নুরনবীর ভাতিজা জাবেদ হোসেন বলেন, ‘চিৎকার শুনে ঘুম উঠে দেখি বাসার সব দরজা খোলা। বাসার বারান্দার রড কেটে ঘরে ঢুকে সব নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

সাব্বির

×