
ছবিঃ সংগৃহীত
সাভারে বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা।
আজ রবিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক সড়কের হেমায়েতপুর এলাকায় অবরোধ করে এ বিক্ষোভ করেন বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, কারখানাটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে বেতন আন্দোলন করে আদায় করতে হয়। এদিন গত মাসের বেতন পরিশোধ করার থাকলেও কর্তৃপক্ষ কারখানায় আসেনি। পরে বেতনে ও বোনাসের দাবিতে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে।
আশুলিয়া শিল্পপুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, কারখানা কর্তৃপক্ষ গত ১০/১৫ দিন আগে লে-অফ ঘোষণা করেছে। আজ শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা থাকলেও দুপুরের পরে মালিক তার ফোন বন্ধ রেখেছে। পরে শ্রমিকরা কোন ধরনের আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আলীম