
.
রবিবার শুরু হয়েছে বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম ফ্রেঞ্চ ওপেন। প্রথমদিনে মেয়েদের এককের প্রথম রাউন্ডে রাশান ক্যামেলিয়া রাখিমোভাকে ৬-১, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বেলারুশ তারকা নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা। এবার নারী ও পুরুষ এককে শিরোপা ধরে রাখার মিশন কার্লোস আলকারাজ, ইগা স্ফিয়ন্তিকের। দুই দশক পর ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকে ছাড়া হচ্ছে এবারের আসর। যিনি ১৪ শিরোপা জিতেছেন রোলা গারোয়। আর সর্বাধিক ২৫ গ্র্যান্ডস্লামের মিশন সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচের।
ফ্রেঞ্চ ওপেনের নারী এককে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ইগা স্ফিয়ন্তেকের। রোলা গারোয় টানা চতুর্থ শিরোপা জয়ের সুযোগ পোলিশ তারকার। তবে গেল ১২ মাসে খেলা হয়নি কোনো ফাইনাল। সঙ্গে কাটিয়েছেন ১ মাসের নিষেধাজ্ঞা। আরিনা সাবালেঙ্কা, কোকো গফ ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ম্যাডিসন কিসরাও শিরোপার দাবিদার। ১২৪তম আসরের পর্দা নামবে ৮ জুন।
প্যানেল