
ছবি: সংগৃহীত
ঢাকা, ২৪ মে ২০২৫ — ঢাকার হাতিরঝিলে আন্তর্জাতিক হাফ-ম্যারাথন #OneRun2025 অনুষ্ঠিত হয়েছে, যার টাইটেল স্পনসর হিসেবে অংশ নিয়েছে ছুটি রিসোর্ট লিমিটেড। GamePlay Limited-এর সহযোগিতা ও রাশিয়ার Hero League-এর পার্টনারশিপে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় বিশ্বের ৩০টি দেশের হাজার হাজার দৌড়বিদ অংশগ্রহণ করে।
Hero League ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বড় সিঙ্ক্রোনাইজড হাফ-ম্যারাথনের জন্য দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। ২০২৪ সালে ১৫টি দেশে ৩০,০০০ এর বেশি দৌড়বিদ এতে অংশ নিয়েছিল। ২০২৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশও এই বৈশ্বিক উদ্যোগের অংশ হয়েছে।
আয়োজকরা বলেন, #OneRun2025 শুধুমাত্র একটি দৌড় প্রতিযোগিতা নয়, এটি আন্তর্জাতিক একতা, স্বাস্থ্য ও বন্ধুত্বের বার্তা বহন করে। ছুটি রিসোর্ট লিমিটেড তাদের টাইটেল স্পনসর হওয়ার মাধ্যমে এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ও সামাজিক উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে অবদান রাখছে।
ছুটি রিসোর্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, তারা গর্বিত এই আয়োজনে অংশ নিয়ে দেশের ক্রীড়া ও বিনোদন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের কর্মকাণ্ডে একত্রীকরণ ঘটাতে পেরেছে। তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে ঢাকায় রাশিয়ান দূতাবাস, Russian House Dhaka, GamePlay Limited এবং Hero League-এর প্রতি, যারা এই আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এছাড়া তারা সকল সহ-স্পনসর, আইন-শৃঙ্খলা বাহিনী, পর্যটন পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মিডিয়া, এবং অংশগ্রহণকারী দৌড়বিদদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ছুটি রিসোর্ট লিমিটেডের আওতায় রয়েছে Chuti Resort Gazipur, Chuti Resort Purbachal, Chuti Harmony, Chuti Aronnobash Resort এবং Saltanat Tea Resort, যারা দেশের পর্যটন ও বিনোদন শিল্পের উন্নয়নে বিশেষ অবদান রাখছে।
এসএফ