ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

টুয়েলভ

প্রকাশিত: ১৮:০৬, ২৫ মে ২০২৫

টুয়েলভ

দেশের সকল নামকরা ব্র্যান্ডের ঈদ আয়োজনে সবসময়ই থাকে আভিজাত্যের ছোঁয়া। দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে প্রচন্ড দাবদাহের মধ্যে ফ্যাশন সচেতনতার ট্রেন্ডি দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে সবাই উন্মুখ হয়ে থাকেন। ঈদুল আজহার বর্ণিল আয়োজনকে সামনে   রেখে দেশের অন্যতম সেরা ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভও  হেঁটেছে সে পথে।
টুয়েলভের ক্রেতা শ্রেণিতেও রয়েছে একটু ভিন্নতা। যেখানে তাদের মূল টার্গেট হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর বয়সী ফ্যাশন সচেতন তরুণ শ্রেণি। পাশাপাশি নারীদের কালেকশনে টিনেজার থেকে কর্মজীবী নারী পর্যন্ত সব বয়সের পছন্দের সংমিশ্রণ রাখা হয়েছে। সব মিলিয়ে অনেক ইউনিক স্টাইল নিয়ে টুয়েলভ ক্লদিং সাজিয়েছে এবারের ঈদের কালেকশন।

প্যানেল

×