
গ্রীষ্মের চিরচেনা আবহ, সনাতনরূপ দাবদাহের ভেতরই এবার হাজির হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ‘সাতকাহন’র গ্রীষ্মের পোশাক মানেই প্রাণের স্পন্দন, নতুন রঙের ছোঁয়া। নতুন কালেকশনে সেই আবেগ, ভালোবাসা ও বাংলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে। ট্রেন্ড ও আরামের দিকটিও সমানভাবে গুরুত্ব পেয়েছে, যাতে ক্রেতারা স্টাইল ও স্বাচ্ছন্দ্য দুটোই উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, সাতকাহন ব্র্যান্ড ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বস্ততার সঙ্গে কাজ করছে। ঢাকায় সাতকাহনের রয়েছে তিনটি আউটলেট : ৫৬ গরিবে নেওয়াজ এভিনিউ, ২য় তলা, সেক্টর : ১৩, উত্তরা। শপ : ৬৬, লেভেল : ৪, ব্লক : ডি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, আলামিন সেন্টার (গ্রাউন্ড ফ্লোর)। শপ : ৪০, সোনারগাঁও জনপদ রোড, সেক্টর : ১১, উত্তরা, ঢাকা : ১২৩০।
প্যানেল