
ছবি: সংগৃহীত।
‘জয় হো’ সিনেমার সহ-অভিনেতা মুকুল দেবের মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
অসুস্থতার কারণে দিল্লিতে শুক্রবার (২৪ মে) রাতে মুকুল দেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার জাতীয় রাজধানীতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ভাই অভিনেতা রাহুল দেব।
মুকুল দেব ‘জয় হো’, ‘সন অব সর্দার’, ‘যমলা পাগলা দিওয়ানা’ এবং ‘আর...রাজকুমার’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে বলিউডে পরিচিতি অর্জন করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে সালমান খান 'জয় হো' সিনেমার সেট থেকে মুকুলের একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, "মিস ইউ মাই ডিয়ার ব্রাদার মুকুল। রেস্ট ইন পিস।"
শুধু সালমান নন, অভিনেতা ফারহান আখতার ও বরুণ ধাওয়ানও ইনস্টাগ্রামে মুকুল দেবকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
ফারহান লিখেছেন, “মুকুল দেবের অকাল প্রয়াণে গভীরভাবে মর্মাহত। গত দুই দশকে যতবার তার সঙ্গে দেখা হয়েছে, সবসময় হাসিমুখে আন্তরিকতা নিয়ে মিলেছেন। শান্তিতে ঘুমাও ভাই। তার পরিবারকে জানাই গভীর সমবেদনা।”
বরুণ ধাওয়ান শেয়ার করেন মুকুলের প্রথম সিনেমা ‘দস্তক’-এর গান ‘জাদু ভরি আঁখে’-র একটি ভিডিও। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "রিপ মুকুল দেব। এই গানটি তোমার জন্য।"
উল্লেখ্য, পরিচালক মহেশ ভাট নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দস্তক’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন মুকুল দেব। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স সুস্মিতা সেন।
মুকুল দেব চিত্রনাট্যকার হিসেবেও খ্যাত ছিলেন। তিনি পরিচালক হংসল মেহতার প্রশংসিত চলচ্চিত্র ‘ওমের্তা’-র সহলেখক ছিলেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রাজকুমার রাও।
বলিউডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে-এমনটাই বলছেন তার সহকর্মী ও ভক্তরা।
সুত্র: https://rb.gy/oc84i6
মিরাজ খান