
ছবি: জনকণ্ঠ
সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য ফরিদপুর-এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, পরে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি আবু জাফর দিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. হাফিজুর রহমান, পরিচালক, পরমাণু চিকিৎসা কেন্দ্র, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এবং মো. কাজী এনামুল হক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শান্তা সাহা ও মোহাম্মদ নুরুল শেখ। আলোচনা পর্বে বাংলা সাহিত্য অঙ্গনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে এক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের শিল্পী, কলাকুশলী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
শহীদ