ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রামগঞ্জে ইট ভাটার কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে জনগণ 

শাহে ইমরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, রামগঞ্জ, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২৩:৫৮, ২৫ মে ২০২৫; আপডেট: ০০:১১, ২৬ মে ২০২৫

রামগঞ্জে ইট ভাটার কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে জনগণ 

লক্ষ্মীপুরে রামগঞ্জে উপজেলার ভোলাকোট ১ ইউনিয়নে ১০টি ইটভাটা। জনবসতিপূর্ণ এলাকায় হওয়া ইটভাটাগুলোর কারণে পরিবেশ দূষন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। জাহাঙ্গীর ব্রিকস ও মদিনা ব্রিকস এভাবে বিভিন্ন নামে গড়ে উঠেছে। 

দেখা গেছে কয়েকটি ইটভাটা পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য অনুমোদন ছাড়াই চলছে। অবৈধ প্রক্রিয়ায় ইট উৎপাদন করে যেমনি পরিবেশ ধ্বংস করছে, তেমনি সরকারও বিরাট অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব ইটভাটায় পরিবেশ অধিদফতরের নিয়মনীতি না মেনে কাঠ, টায়ার, বিভিন্ন গার্মেন্টসের বর্জ্য ও ভুসি জ্বালানি হিসেবে ব্যবহার করছে। আর তা থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশকে দূষিত করে তুলছে। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, যেখানে-সেখানে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠা এসব ইটভাটার কারণে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। বিশেষ করে ইটভাটাগুলোতে কাঠ, টায়ার ও মাত্রাতিরিক্ত সালফারযুক্ত পাথুরে কয়লা ব্যবহারের ফলে পরিবেশ রয়েছে হুমকির মুখে। শুধু তাই নয়, অবৈধ ভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ এবং ফসলি জমি।

মুমু

×