ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাণীশংকৈলে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল নোমান, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২০:৫৯, ২৫ মে ২০২৫

রাণীশংকৈলে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: দৈনিক জনকন্ঠ।

রাণীশংকৈলে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে আব্দুল মোনায়েম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রবিবার (২৫ মে) বেলা ১১ টার দিকে উপজেলার পৌর শহরের মহল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মোনায়েম চাঁদনী উত্তর ভান্ডারা এলাকার আনোয়ার হোসেন সাধনের ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে আব্দুল মোনায়েম মায়ের সাথে মহল বাড়ি এলাকায় নিজেদের লাগানো ভুট্টা ক্ষেতে ভুট্টা তোলার জন্য যায়। তার মা তাকে ক্ষেতের আইলে রেখে ভুট্টা তোলার কাজ করতে থাকেন। ছোট আব্দুল মোনায়েম ভুট্টা ক্ষেতের পাশের নীচু জমিতে কয়েকদিনের জমে থাকা বৃষ্টির পানিতে সকলের অগোচরে পরে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। 

রাণীশংকৈল থানা ওসি তদন্ত রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

মিরাজ খান

×