ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাঁধন কি আসলেই বিদেশি গোয়েন্দা সংস্থার গুপ্তচর?

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ মে ২০২৫; আপডেট: ১৪:০০, ২৫ মে ২০২৫

বাঁধন কি আসলেই বিদেশি গোয়েন্দা সংস্থার গুপ্তচর?

ছবি :সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন রোববার সকালে এক ফেসবুক পোস্টে রসিকতার ছলে নিজের ওপর চলমান নানা ‘গোয়েন্দা’ তকমা নিয়ে ক্ষোভ ও কটাক্ষ প্রকাশ করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “Back to being a RAW agent again — what a journey!”

বাঁধন বলেন, ২০২১ সালে বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করার সময় তিনি "গর্বিত RAW এজেন্ট" হিসেবে পরিচিত ছিলেন। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই চলচ্চিত্রে তিনি বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে অভিনয় করেন। তবে এই সাফল্যের মাঝেও বাঁধন জানান, ভারতীয় হাই কমিশন তার ভিসা আবেদন পাঁচবার প্রত্যাখ্যান করেছিল এবং সে কারণে তিনি সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে পারেননি।

তার ভাষ্য অনুযায়ী, ভিসা প্রত্যাখ্যানের একটি সম্ভাব্য কারণ ছিল তার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের একটি দূতাবাসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেখানে ছিলেন ভিপি নূর। তিনি আরও দাবি করেন, উচ্চ পর্যায়ের কিছু ‘সংযোগ’ ব্যবহার করে অবশেষে এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছিলেন।

নিজের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার চর হিসেবে কাজ করার অভিযোগ প্রসঙ্গে ব্যঙ্গ করে বাধন এই পোস্টে লেখেন, ‘জুলাই বিদ্রোহের সময় বলা হয়েছিল সিআইএ এজেন্ট, “ঐতিহাসিক বিপ্লব”-এর সঙ্গে থাকার জন্য মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডির কাছ থেকে টাকা নিয়েছি। তারপর এলো জামাত এজেন্টের তকমা, শুধু তাদের একজন নেতার একটি ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম বলে। কেউ কেউ এমন দাবিও করেছেন যে, আমি মোসাদের হয়েও কাজ করছি নিশ্চয়ই! আর গত রাতেই আমি আবার র-এর এজেন্ট হয়ে গেছি! বর্তমান সরকারের ঘনিষ্ঠ এক বন্ধু আমাকে বেশ গম্ভীরভাবেই জিজ্ঞেস করলো “টাকা খাইছো?” কি এক সমাজে আমরা বাস করি! 

পোস্টের শেষাংশে বাঁধন বলেন, “যখন কেউ নিজের দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, তখন ধরে নেয় আর কেউও ভালোবাসে না।” তিনি এটিকে একটি ‘মজার পোস্ট’ হিসেবে উল্লেখ করে সবাইকে হালকা করে নিতে বলেন, “রিল্যাক্স। একটা হাসি দেন। আর একটু ভাবুন।”

 

সা/ই

×