ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কে ব্রায়ান ইনো? কেন মাইক্রোসফট-ইসরাইল সম্পর্কের বিরোধিতা করছেন?

প্রকাশিত: ১৬:১২, ২৫ মে ২০২৫

কে ব্রায়ান ইনো? কেন মাইক্রোসফট-ইসরাইল সম্পর্কের বিরোধিতা করছেন?

ছবিঃ সংগৃহীত

উইন্ডোজ ৯৫-এর বিখ্যাত স্টার্ট-আপ সাউন্ডের স্রষ্টা ও প্রখ্যাত সংগীতজ্ঞ ব্রায়ান ইনো মাইক্রোসফটকে ইসরাইলের সঙ্গে তার সম্পর্ক শেষ করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি একটি বিবৃতিতে তিনি মাইক্রোসফটের ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ক্লাউড সেবা প্রদানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন।

ইনো বলেছেন, “যদি আপনি এমন সিস্টেম তৈরি করেন যা যুদ্ধাপরাধ সংঘটনে সহায়ক হতে পারে, তাহলে আপনি সেই অপরাধের সঙ্গে আপনা-আপনি সম্পৃক্ত হয়ে পড়েন।”

তিনি মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহারের ওপর যথাযথ নজরদারির অভাবকে নৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা যে ইসরাইলের কর্মকাণ্ডকে ‘জাতিগত হত্যাযজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন, তার সঙ্গে যুক্ত থাকার দায় এড়ানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন।

ব্রায়ান ইনো মাইক্রোসফটের কর্মচারীদের প্রতি সমর্থনও জানিয়েছেন, যারা কোম্পানির ইসরাইলের সামরিক কার্যক্রমের সঙ্গে সংযুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। তিনি শিল্পী, প্রযুক্তিবিদ ও সচেতন জনগণকে এই বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ব্রায়ান ইনো উইন্ডোজ ৯৫-এর ঐতিহাসিক স্টার্ট-আপ সাউন্ডের নির্মাতা হিসেবে পরিচিত। তিনি ঘোষণা করেছেন যে, উইন্ডোজ ৯৫ প্রকল্প থেকে প্রাপ্ত তার ফি গাজার ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দান করবেন।

এই আহ্বানটি মাইক্রোসফট এবং প্রযুক্তি বিশ্বের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং কোম্পানির নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে।
 

হ্যাপী

×