
ছবি: জনকণ্ঠ
ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে মুকসুদপুরে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দীন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকউজ্জামান পলাশ, গোপালগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, এম. মিঠু লস্কর, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুবদল নেতা এনামুল হাসান মাসুদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শহীদ