
ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ মুয়ে থাই অ্যাসোসিয়েশন হবিগঞ্জ শাখা ও হবিগঞ্জ জেলা উশু অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ‘সার্টিফিকেট বিতরণ ও বাংলাদেশ মুয়ে থাই প্রশিক্ষণ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকেলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং হবিগঞ্জ জেলা জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল হাসান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশনের সভাপতি কাজল দত্ত, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও জেলা উশু অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, বাংলাদেশ মুয়ে থাই ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ, এবং বাংলাদেশ উশু কোচেস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও জাতীয় উশু প্রশিক্ষক বাবুল আহমেদ রুবেল।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠকরা অংশগ্রহণ করেন।
শহীদ