
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে রবিবার সকাল ১০টায় জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে ফরিদপুর শহরের চকবাজারে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলার ৯টি থানার অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মাওলানা মুহা. বদরুদদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ফজলুল হক।
এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ এর ৫ আগষ্ট দেশের প্রকৃত পক্ষে বৈষম্য, জুলুম, অবিচারের অবসান এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে আসলে বৈষম্য দূর হয় নাই। এই বৈষম্য দূর করতে হলে সৎ এবং চরিত্রবান লোকের শাসন লাগবে।
তিনি আরো বলেন, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে সম্মান এবং ইসলামী ঐক্যমত্যের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে।
জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা জেলা কমিটি উপজেলা কমিটি গঠন করার জন্য আহ্বান জানান।
এস এম আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি ও অধ্যাপক আব্দুত তওয়াব, জেলা আমীর মাও. মুহা. বদরুদ্দীসহ এ সময় অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সজিব