
ছবি :সংগৃহীত
রাশিয়া দ্বিতীয় রাতের মতো ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে, যাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
রবিবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া রাতভর ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে—যা যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আকাশ হামলা। তারা বলেছে, “প্রায় সব ইউক্রেনীয় অঞ্চলে আক্রমণ হয়েছে। ২২টি এলাকায় রুশ হামলার প্রমাণ পাওয়া গেছে, ১৫টি স্থানে গুলি করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।”
ইউক্রেনের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, রাজধানী কিয়েভে ৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। দেশটির জরুরি বিভাগ জানায়, জাইটোমির অঞ্চলে ৮, ১২ ও ১৭ বছর বয়সী তিন শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণের মাইকোলাইভ শহরেও একজন নিহত হন।
খমেলনিতস্কি অঞ্চলে আরও ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সের্গেই তিউরিন, ওই অঞ্চলের ডেপুটি প্রশাসক। তিনি বলেন, হামলায় বেসামরিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ি সিবিহা বলেন, “অনিদ্রার এক রাতের পর ইউক্রেনের জন্য এটি ছিল কঠিন এক রবিবার সকাল। এটি ছিল গত কয়েক সপ্তাহের সবচেয়ে বড় রুশ আক্রমণ।”
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর আকাশে “ডজনখানেক শত্রু ড্রোন” ছিল।
তিনি আরও জানান, হামলায় একটি শিক্ষার্থীদের হোস্টেল, একটি বাড়ি ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে , রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা রাতে ১১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন বলেন, রাজধানীর দিকে যাওয়া ১২টি ড্রোন তারা আটকাতে পেরেছেন।
সূত্র - https://www.aljazeera.com/news/2025/5/25/russia-launches-deadly-strikes-on-ukraine-
সা/ই