ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রৌমারীতে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম 

প্রকাশিত: ১৮:৪৬, ২৫ মে ২০২৫

রৌমারীতে গাজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম রবিন নাগেশ্বরী উপজেলার নীলুর খামার কাশিরভিটা এলাকার সায়েদ আলীর ছেলে ও একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ডে পুলিশের একটি বিশেষ টিম মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১৩ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 

সজিব

×