
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাজেট পাসের ঠিক আগে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে অচলাবস্থা তৈরি করেছে, তা দেশের অর্থনীতির জন্য মোটেও ইতিবাচক নয়।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নিয়মমাফিক চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করা। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, প্রতি বছর জাতীয় বাজেট বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়ায় ঘাটতি বাজেট। বাজেট প্রণয়নে এনবিআরের সরাসরি ভূমিকা না থাকলেও রাজস্ব আদায়ের মাধ্যমে বাজেট বাস্তবায়নে তাদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় হঠাৎ করে এনবিআরের উপর সংস্কারের চাপ প্রয়োগ একটি অচলাবস্থার জন্ম দিয়েছে, যা দেশের অর্থনীতিকে আরও সংকটে ফেলছে।
তারেক রহমান আরও বলেন, এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার। বর্তমানে দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকার ফলে একদিকে দেশি-বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সাধারণ জনগণের ওপর। ফলে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ন্যায্য দাবি-দাওয়া নিয়ে রাজপথে নামছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দাবিগুলো শোনার মতো কেউ নেই।
তিনি হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্রহীনতার সুযোগ নিয়ে পরাজিত ও স্বৈরাচারী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি রুখে দিতে জনগণের ভোটে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। ৫ই আগস্টের ঐক্যবদ্ধ আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগেও এক হয়েছিল, ভবিষ্যতেও হবে।
তিনি জানান, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির অবস্থান হলো, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এ লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাবে বিএনপি।
ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=5rwaEVUU11Q
এম.কে.