ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, মিলবে সব ধরনের সেবা এক ছাদের নিচে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ২০:৩৩, ২৫ মে ২০২৫; আপডেট: ২০:৩৪, ২৫ মে ২০২৫

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, মিলবে সব ধরনের সেবা এক ছাদের নিচে

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিনদিনব্যাপী ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবাবিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মইন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান আল হাদি, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মেলার আয়োজকরা জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই ভূমি মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি অফিস সংলগ্ন স্টলগুলোতে নামজারি, খতিয়ান, মৌজা ম্যাপ, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। মেলায় আগত সেবাগ্রহীতারা সরাসরি বুথ থেকে তাৎক্ষণিক সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের ভূমি সেবায় প্রবেশাধিকতা সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মিমিয়া

×