
ছবি: জনকণ্ঠ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি-বিজড়িত ত্রিশালের দরিরামপুরে নজরুল মঞ্চে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী জন্মজয়ন্তী উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ মে) নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এবং বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. হাবিব উল মাওলা প্রিন্স।
স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান এবং কবি ও নজরুল গবেষক মাহমুদুল হাসান নিজামী। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য নজরুল র্যালি বের হয়। র্যালিটি বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নজরুল জন্মজয়ন্তীকে কেন্দ্র করে নজরুল একাডেমি মাঠে বসেছে নজরুল মেলা ও বইমেলা। দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নিয়েছেন দোকানিরা। ধারণা করা হচ্ছে, মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের আগমন ঘটবে।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করা হয়েছে।
শহীদ