
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। রোববার (২৫ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়ে দেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে অভিযুক্ত হচ্ছেন।
তিনি লিখেছেন, “২০২১ সালে বলিউডের সিনেমা ‘খুফিয়া’তে কাজ করার সময় আমি ছিলাম একজন গর্বিত ‘র’ এজেন্ট। কিন্তু পরবর্তীতে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হয়।” তিনি আরও বলেন, ‘আমার ভিসা একবার-দুবার নয়, পাঁচবার ভারতীয় হাইকমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়।’
এছাড়া, তাকে সিআইএ, মোসাদ ও জামায়াতকর্মী হিসেবেও অভিযুক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে বাঁধন হতাশা প্রকাশ করে বলেন, “কী ধরনের সমাজে বাস করি আমরা। এখানে কেউ দেশকে ভালোবাসে না।”
এসইউ