
ছবি: জনকণ্ঠ
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার (২৫ মে) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এমএ সালাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক ভূমি করদাতাদের সনদ বিতরণ করেন। এই মেলা জেলা সদরসহ ৯টি উপজেলায় আগামী ২৭ মে পর্যন্ত চলবে। মেলার স্টল থেকে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, “বর্তমানে ভূমি সেবা জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর হওয়ায় ভোগান্তি ও জটিলতা ক্রমশ কমছে। এখন অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ, নামজারি, জমা খারিজ, পর্চার সার্টিফায়েড কপি এবং মৌজার মানচিত্র পাওয়া যাচ্ছে। এখন আর সেবা নিতে ভূমি অফিসে সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। নিজের জমি সুরক্ষিত রাখতে আগে নিজের জমির কাগজপত্রগুলো ঠিক রাখতে হবে। প্রতিবছর খাজনা দিতে হবে। খারিজ আছে কিনা সেটি দেখতে হবে। নানা জটিলতা থাকায় মামলা-মোকদ্দমার উদ্ভব হয়।”
তিনি আরও বলেন, “তিন দিনব্যাপী ভূমি মেলার এই আয়োজনের ফলে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র আরও দৃঢ় হবে এবং ভূমি সেবায় জনসচেতনতা বৃদ্ধি পাবে।”
শহীদ