ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন জেলার সীমান্তে ১৭২ জনকে আবারো ভারতের পুশইন!

প্রকাশিত: ১৯:১৪, ২৫ মে ২০২৫

তিন জেলার সীমান্তে ১৭২ জনকে আবারো ভারতের পুশইন!

ছবিঃ সংগৃহীত

আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ মে) দিবাগত রাত থেকে রোববার ভোররাতের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও মেহেরপুর জেলার সীমান্ত দিয়ে সর্বমোট ১৭২ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। সীমান্তবর্তী এলাকায় টহলরত বিজিবি সদস্যরা এসব ব্যক্তিকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছেন।

মৌলভীবাজারে ১২১ জন পুশইন

ভোর রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দুটি পয়েন্ট দিয়ে বিএসএফ একযোগে ১২১ জনকে বাংলাদেশে পুশইন করে। টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃতদের সঠিক পরিচয় যাচাই করে আত্মীয়স্বজনের মাধ্যমে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিলেটে তিন দফায় ৬৯ জন পুশইন

সিলেট জেলার বিয়ানীবাজার ও কানাইঘাট সীমান্ত দিয়েও পুশইনের ঘটনা ঘটেছে। গত ১৪ মে ১৬ জন, ১৫ মে ২১ জন এবং আজ ৩২ জনকে বিএসএফ সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠিয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, এদের বেশিরভাগই গুজরাটের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অবৈধ অভিবাসী হিসেবে আটক হয়ে বিএসএফের কাছে হস্তান্তর হয়, পরে পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মেহেরপুরে নতুন করে ১৯ জন পুশইন

আজ সকালে মেহেরপুর জেলার মুজিবনগরের সোনাপুর সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। বর্তমানে তারা থানায় অবস্থান করছেন এবং আদালতের পরিবর্তে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবির অবস্থান ও কূটনৈতিক উদ্বেগ

বিজিবির ৬ ব্যাটালিয়নের পরিচালক জানান, চলতি মাসেই এটি দ্বিতীয়বারের মতো পুশইনের ঘটনা। সীমান্তে তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে বারবার প্রতিবাদ জানানো হয়েছে।

সীমান্ত বিশ্লেষকদের মতে, এই ধরণের পুশইনের ঘটনা বন্ধে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নইলে ভবিষ্যতে সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোর—মৌলভীবাজার, সিলেট, ও মেহেরপুর—নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সুরক্ষার দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করা জরুরি।

সূত্রঃ https://youtu.be/jsJOKit6k_U?si=PqavzDaEo7S8_YoI

ইমরান

×