
ছবি: সংগৃহীত।
হজের প্রকারভেদ ও উত্তম হজ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, হজ মূলত তিন প্রকার - হজে ইফরাদ, হজে তামাত্তু এবং হজে কিরান।
তিনি বলেন, হজে ইফরাদ হলো শুধুমাত্র হজ আদায় করা। হজে তামাত্তু হলো ওমরাহ আদায় করে ইহরাম থেকে হালাল হয়ে পরবর্তীতে আবার হজের জন্য ইহরাম বাঁধা। আর হজে কিরান হলো এক ইহরামে ওমরাহ ও হজ উভয়ের নিয়ত করে হালাল না হয়ে একসঙ্গে উভয় ইবাদত সম্পন্ন করা।
শায়খ আহমাদুল্লাহ বলেন, “হজের তিনটির মধ্যে কোনটি উত্তম, এ বিষয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে অনেক ফুকাহা ও ওলামায়ে কেরাম মনে করেন, হজে তামাত্তু সর্বোত্তম। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তামাত্তু হজ আদায় করেছেন, এ বিষয়ে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে অধিকাংশ মুসল্লি তামাত্তু হজ আদায় করে থাকেন। তবে যারা একেবারে শেষ মুহূর্তে হজে গমন করেন, তারা সাধারণত হজে ইফরাদ আদায় করে থাকেন। আর হানাফি মাজহাবের অনেক আলেম হজে কিরানকে উত্তম বলেছেন।”
শেষে তিনি পরামর্শ দিয়ে বলেন, “যদি আপনি আগেভাগে হজের পরিকল্পনা করেন, তাহলে হজে তামাত্তু করা উত্তম। আর শেষ মুহূর্তে সুযোগ পেলে হজে কিরানও করতে পারেন।”
ইসলামি বিধান অনুযায়ী হজের প্রকারভেদ ও ফজিলত জানার ক্ষেত্রে শায়খ আহমাদুল্লাহর এই বক্তব্য মুসলিম জনসাধারণের জন্য দিকনির্দেশনামূলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: https://rb.gy/jdj498
মিরাজ খান