ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলবাড়ীয়ায় ভূমি মেলার উদ্বোধন

রানা মন্ডল, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

প্রকাশিত: ১৯:০৩, ২৫ মে ২০২৫

ফুলবাড়ীয়ায় ভূমি মেলার উদ্বোধন

ছ‌বি: জনকণ্ঠ

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ভূমি অফিসে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’। রোববার (২৫ মে) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও সেবাপ্রার্থী জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী দিনে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কালাদহ ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান সজিব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম, ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, “সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, আধুনিক ও নাগরিকবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারি এখন আগের চেয়ে দ্রুত ও হয়রানিমুক্তভাবে সম্পন্ন হচ্ছে। এসব সেবাকে আরও মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতেই ভূমি মেলার আয়োজন।”

আলোচনা সভা শেষে সেবা গ্রহীতাদের জন্য স্থাপিত চারটি স্টলের উদ্বোধন করেন ইউএনও মোঃ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার। স্টলগুলোতে নামজারি, খতিয়ান উত্তোলন, দাখিলা প্রদানসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা দেওয়া হচ্ছে।

মেলায় আরও উপস্থিত ছিলেন সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবীর খান, নাজির জাহিদ হাসান, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

এম.কে.

×