
ছবিঃ সংগৃহীত
কোরবানির সময় শরিকদের নাম বলতে হবে কি না—এমন একটি প্রশ্নের জবাবে প্রখ্যাত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কোরবানির পশুতে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নাম জবাইয়ের সময় বলা আবশ্যক নয়।
শায়খ আহমাদুল্লাহ বলেন, “যখন সাতজন বা এর কমসংখ্যক ব্যক্তি একটি গরু কোরবানি দেন এবং প্রত্যেকের নির্দিষ্ট অংশ থাকে, তখন আল্লাহ তায়ালা তাঁদের নিয়ত সম্পর্কে ভালোভাবে অবগত। তাই নাম উচ্চারণ না করলেও কোরবানি সহিহ হবে।”
তবে তিনি জানান, কোরবানির পর বলা সুন্নত—“আল্লাহ! এই কোরবানি অমুক, অমুক ও অমুক ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন।” এরকম করে বলা উত্তম, তবে না বললেও কোরবানিতে কোনো সমস্যা হয় না। এমনকি সংক্ষেপেও বলা যেতে পারে—“হে আল্লাহ! আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি, সবার তরফ থেকে আপনি কবুল করে নিন।”
তিনি আরও বলেন, কোরবানিতে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিটি হিস্যা যেন নির্দিষ্ট একজনের হয়, তা নিশ্চিত করতে হবে। একটি শেয়ারে একাধিক ব্যক্তি শরিক হওয়া শরিয়তসম্মত নয়।
সুতরাং, কোরবানির সময় শরিকদের নাম না বললেও কোরবানি সহিহ হবে—এটাই ইসলামের স্পষ্ট দিকনির্দেশনা। তবে মুস্তাহাব হিসেবে নাম উল্লেখ করে দোয়া করা উত্তম।
ইমরান