ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ধাতুর দামে উঠানামা: সোনা-রুপার ঊর্ধ্বগতি, পড়েছে অ্যালুমিনিয়াম-বিটুমিন

প্রকাশিত: ১৬:১০, ২৫ মে ২০২৫; আপডেট: ১৬:১০, ২৫ মে ২০২৫

ধাতুর দামে উঠানামা: সোনা-রুপার ঊর্ধ্বগতি, পড়েছে অ্যালুমিনিয়াম-বিটুমিন

ছবি: সংগৃহীত

ট্রেডিং ইকোনমিক্স এর তথ্যমতে সপ্তাহ ব্যবধানে ৪.৮১ শতাংশ বেড়ে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫৮ ডলারে। বেড়েছে রুপার দামও।

সপ্তাহ ব্যবধানে ৩.৬৬ শতাংশ বেড়ে আউন্স প্রতি দাম হয়েছে ৩৩ ডলার ৪৫ সেন্ট।

ঊর্ধ্বমুখী রয়েছে কপারের দাম। সপ্তাহ ব্যবধানে ৬.১২ শতাংশ বেড়ে প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে ৪ ডলার ৮২ সেন্টে। তবে কমেছে অ্যালুমিনিয়ামের দাম।

সপ্তাহ ব্যবধানে শতাংশ কমে টন প্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৮৭২ ডলারে।

কমের তালিকায় রয়েছে সড়ক নির্মাণে ব্যবহার করা বিটুমিনের দামও। সপ্তাহ ব্যবধানে ১.৫৯ শতাংশ কমে টন প্রতি বিক্রি হচ্ছে ৪৮৮ ডলারে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=QFLIUCPYxKg

এএইচএ

×