
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে শাহজাহান আলী (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ মে) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহজাহান আলী উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “শাহজাহান আলীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
আসিফ