ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ, অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ১৫:৪৭, ২৫ মে ২০২৫; আপডেট: ১৫:৪৮, ২৫ মে ২০২৫

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ, অনুসন্ধানে দুদক

ছবি: সংগৃহীত

তৃণমূল, অসহায়, বিত্তহীন ও ভিক্ষুক শ্রেণির মানুষের সরলতা ও অবজ্ঞার সুযোগ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিংয়ের অভাব এবং কিছু কর্মকর্তার যোগসাজশের বিষয়টিও প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এতে করে অন্তত ৬০ জন ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই প্রেক্ষাপটে অর্থ আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া দুটি অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এএইচএ

×