ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজারহাটে ধান সংগ্রহে লটারি, নির্বাচিত ২৩৮ কৃষকের মুখে হাসি

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ মে ২০২৫

রাজারহাটে ধান সংগ্রহে লটারি, নির্বাচিত ২৩৮ কৃষকের মুখে হাসি

চলতি মৌসুমে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইরি-বোরো ধান সংগ্রহে প্রথম ধাপে লটারির মাধ্যমে ২৩৮ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। রোববার (২৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে অ্যাপস ব্যবহার করে এই লটারির আয়োজন করা হয়।

উপজেলার মোট ৬০৪ জন তালিকাভুক্ত কৃষকের জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে নির্বাচিত হন ২৩৮ জন। প্রতিটি কৃষক ৩ মেট্রিক টন করে ধান উপজেলা খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচিত কৃষকদের আগামী ১৫ দিনের মধ্যে ধান সরবরাহ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ধান দিতে ব্যর্থ হবেন, তাদের পরিবর্তে পুনরায় লটারির মাধ্যমে নতুন কৃষক নির্বাচন করা হবে।

লটারির সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা. মাসুদা বেগম, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এছাড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা হুমায়ুন কবির জানান, এর আগে স্থানীয় মিলারদের কাছ থেকে ১,৯৫৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। ধান সংগ্রহ প্রক্রিয়া সচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান।
 

মিমিয়া

×