ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীবাড়িতে

দ্বিতীয় শ্রেণির ছাত্র খুন, মা ধরিয়ে দিলেন হত্যাকারী সন্তানকে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৩:২৫, ২৫ মে ২০২৫

দ্বিতীয় শ্রেণির ছাত্র খুন, মা ধরিয়ে দিলেন হত্যাকারী সন্তানকে

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে হোসাইন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আরিয়ান মাহিম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্য থেকে রবিবার সকালে উপজেলার ধীপুর ইউনিয়নের পলাশপুর পেশকার বাড়ির জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত হোসাইন ডুলিহাটা গ্রামের মো. জুয়েলের পুত্র। হোসাইন আড়িয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। হোসাইনের পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) বিকেলে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাসায় ফিরেনি। পরে জানতে পারি প্রতিবেশী মো. মানিকের ছেলে আরিয়ান মাহিমের (২০) সাথে সাইকেল দিয়ে ঘুরতে গেছে।

পরে বিষয়টি আরিয়ানের মা নাসরিন বেগমকে জানালে তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করে। পরে আরিয়ান তার মায়ের কাছে হত্যা করার কথা স্বীকার করেন। আরিয়ানের মা নিহতের পরিবারকে জানিয়ে পুলিশের কাছে তুলে দেন।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া করে রাগ ক্ষোভে গলায় টি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এএইচএ

×