ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

জয়পুরহাটে চলছে ৩দিন ব্যাপী ভূমি মেলা

আল মামুন, জয়পুরহাট

প্রকাশিত: ১৩:৩৫, ২৫ মে ২০২৫; আপডেট: ১৩:৩৯, ২৫ মে ২০২৫

জয়পুরহাটে চলছে ৩দিন ব্যাপী ভূমি মেলা

ছবি: দৈনিক জনকন্ঠ।

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য বিষয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির কোরবান আলী, নাজির মেহেদী হাসান, বালিঘাটা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাহান নুর ইসলাম, কুসুম্বা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জি এম গোলাম আজম প্রমুখ।

এর আগে উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

এছাড়াও ভূমি মালিকদের খারিজ, নামজারি বিষয়ে গণশুনানি ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মিরাজ খান

×