ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশীদের জন্য জাপানে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত: ১৩:৫৩, ২৫ মে ২০২৫

বাংলাদেশীদের জন্য জাপানে ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করবেন যেভাবে

ছবিঃ সংগৃহীত

আপনি কি আন্তর্জাতিক অভিজ্ঞতা নিতে চান? বিদেশে কাজ শিখতে চান? অথবা জাপানের মতো উন্নত দেশের কোনো প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখেন? তাহলে জাপান সরকারের METI ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৫ হতে পারে আপনার সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ।

এই ইন্টার্নশিপ মূলত জাপানের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সঙ্গে কাজ শেখার সুযোগ করে দেয়, বিশেষ করে উন্নয়নশীল দেশের তরুণদের জন্য। শুধু কাজ শেখা নয়, বরং নতুন সংস্কৃতি, নতুন বন্ধু, নতুন ভাবনা—সব মিলিয়ে এক নতুন পৃথিবীর স্বাদ পাওয়া যায় এই প্রোগ্রামে।

আবেদনের শেষ সময়:
৩০ জুন ২০২৫ (সোমবার)

কে আবেদন করতে পারবেন?
এই প্রোগ্রামে আবেদন করার জন্য আপনাকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে:

  • আপনার দেশের নাম OECD/DAC তালিকাভুক্ত (যেমন বাংলাদেশ, নেপাল, ভারত ইত্যাদি), তবে চীনের নাগরিকরা আবেদন করতে পারবেন না।
  • বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে (২৫ আগস্ট, ২০২৫ অনুযায়ী)।
  • ইংরেজি অথবা জাপানি ভাষায় যোগাযোগ করতে পারার মতো দক্ষতা থাকতে হবে।
  • আপনি যদি এখনো পড়াশোনা করছেন, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে একটি সার্টিফিকেট ও সুপারিশপত্র লাগবে।
  • আপনি যদি ইতিমধ্যে গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে স্নাতক সনদপত্র ও সুপারিশপত্র জমা দিতে হবে।
  • ভাষার দক্ষতা প্রমাণে IELTS, TOEFL, JLPT ইত্যাদি সনদ থাকলে ভালো হয়।
  • আপনি যদি এখনো স্থায়ী চাকরিতে না থাকেন, বা জাপানে কাজ করতে আগ্রহী হন, তাহলে এই প্রোগ্রাম আপনার জন্য আদর্শ।
  • FY2016 থেকে FY2024 সালের মধ্যে যারা এই প্রোগ্রামে অংশ নেননি, কেবল তারাই আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপ কীভাবে হবে?
দুই ধরণের সুযোগ আছে:

অনলাইনে ইন্টার্নশিপ (Online Course):

  • নিজ দেশে বসেই জাপানের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ।
  • প্রতিদিন কাজের ভিত্তিতে ১,০০০ ইয়েনের সমপরিমাণ ভাতা দেওয়া হবে।

জাপানে গিয়ে ইন্টার্নশিপ (In-Person Course):

  • জাপানে গিয়ে হাতে-কলমে কাজ শেখার সুযোগ।
  • বিমানের টিকিট, থাকা-খাওয়া, যাতায়াত, মোবাইল ফোন, ভিসা—সবকিছুই জাপান সরকার ও কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে।
  • প্রতিদিন ৩,০০০ ইয়েন ভাতা দেওয়া হবে।

আপনার কাজ কী থাকবে?

  • কোম্পানির সঙ্গে মিলে একটি কার্যপরিকল্পনা তৈরি করবেন।
  • বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশ নেবেন (যেমন: ভাষা, সাংস্কৃতিক বোঝাপড়া, ক্যারিয়ার গাইডেন্স ইত্যাদি)।
  • প্রোগ্রাম চলাকালীন দায়িত্বশীলভাবে কাজ করবেন এবং সঠিক সময়ে রিপোর্ট, ডকুমেন্ট ইত্যাদি জমা দেবেন।
  • প্রোগ্রাম মাঝপথে ছেড়ে দেওয়া যাবে না। সফলভাবে শেষ করলে একটি সার্টিফিকেট দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া সহজ:

  • অনলাইনে প্রাথমিকভাবে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর পূর্ণ ফর্ম পূরণ করে দরকারি ডকুমেন্ট আপলোড করুন।
  • প্রথমে JIP অফিস ইন্টারভিউ নেবে (ইংরেজি বা জাপানি ভাষায়)।
  • এরপর আপনার দক্ষতা ও আগ্রহ অনুযায়ী একটি জাপানি কোম্পানির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত হলে ত্রিপক্ষীয় চুক্তি হবে—আপনি, কোম্পানি এবং জাপান সরকারের JIP অফিসের মধ্যে।

একটু মনে রাখবেন:

  • আবেদন করলেই সুযোগ নিশ্চিত নয়, তবে আগ্রহ, প্রস্তুতি আর দরকারি কাগজপত্র থাকলে আপনার সম্ভাবনা অনেক।
  • একবার কোম্পানির সঙ্গে ম্যাচ হলে তা বাতিল করা যাবে না।
  • প্রোগ্রাম শুরুর পর মাঝপথে বন্ধ করলে সার্টিফিকেট পাওয়া যাবে না।


এই ইন্টার্নশিপ শুধু আপনার জীবনবৃত্তান্ত সমৃদ্ধ করার জন্য নয়, বরং আপনাকে একজন সত্যিকারের আন্তর্জাতিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তৈরি। আপনি নতুন চিন্তা, নতুন সংস্কৃতি ও নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হবেন—যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এক নতুন ভবিষ্যতের দিকে।
 

মারিয়া

×