ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাণীশংকৈলে গোরকই- লোলতাই বিল সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭:১৮, ২৫ মে ২০২৫

রাণীশংকৈলে গোরকই- লোলতাই বিল সংস্কারের দাবিতে মানববন্ধন

ছবি: জনকণ্ঠ


রাণীশংকৈলে রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নন্দুয়ার ইউনিয়নের জওগাঁ গোরকই- লোলতাই বিলের সামনে গোরকই- লোলতাই বিল সংস্কার ও বিলের পাড়ে পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গোরকই- লোলতাই বিল সংস্কারের দাবিতে গঠিত কমিটি ও এলাকাবাসী। 

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মেহেদি হাসান শুভ, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, এসএমই কৃষক আলমগির হোসেন ও কৃষক নুর মোহাম্মদ প্রমুখ।


বক্তারা বলেন, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও লোলতই ব্রিজ থেকে গাজিরহাট ভন্ডগ্রাম ব্রিজ পর্যন্ত বিস্তীর্ণ ৫ কিলোমিটার একটি বিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ২০১৯-২০২০ অর্থ বছরে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় লোলতোই খাল খনন করেন। এতে করে বিলের পানি খালের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় কৃষকরা বছরে আমন, বোরো ধান ও সরিষা সহ বিভিন্ন ফসল চাষাবাদ করতে পারছিলেন। কিন্তু খালের উপরে ব্যবহৃত রাস্তা পাকা না হওয়ায় মাটি পুনরায় খালে পড়ে যাওয়ায় খালটি বন্ধ হয়ে যাচ্ছে এবং পুনরায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় কৃষকরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খালটি পুনরায় খনন ও বিল পাড়ের ব্যবহৃত ধ্বসে যাওয়া রাস্তাটি পুনঃসংস্কার ও নতুন পাকা রাস্তা নির্মাণের জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানান।

সাব্বির

×