
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১০টায় রৌমারী উপজেলা ভূমি অফিস চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দেও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সেবা প্রত্যাশীরা।
ভূমি মেলা চলবে আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত। এ তিন দিনে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ডিসিআর ও খতিয়ান সংগ্রহ এবং ডাকযোগে মৌজা ম্যাপ পাওয়ার বিষয়সহ বিভিন্ন সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মেলায় হটলাইন নম্বর ১৬১২২ সম্পর্কে সেবা গ্রহীতাদের জানানো হয়, যাতে যেকোনো ভূমি-সংক্রান্ত অভিযোগ বা তথ্যের জন্য সহজেই যোগাযোগ করা যায়। এ ছাড়া মেলা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বিশেষ সেবা বুথ, যেখানে ভূমি সেবা প্রদান ও রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে। জনসচেতনতামূলক ফ্লেক্স, ব্যানার, পোস্টার স্থাপন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন যাদুরচর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা রুহুল্লাহ। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ডিজিটাল সেবা পৌঁছে দিতে আয়োজিত এ মেলায় ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়দের মধ্যে।
মিমিয়া