ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলফামারীতে একযোগে ছয় উপজেলায় ভূমি মেলা শুরু, সেবা নিতে উপচে পড়া ভিড়

তাহমিন হক ববী, স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:২৩, ২৫ মে ২০২৫

নীলফামারীতে একযোগে ছয় উপজেলায় ভূমি মেলা শুরু, সেবা নিতে উপচে পড়া ভিড়

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যে নীলফামারী জেলার ছয় উপজেলা ও চারটি পৌরসভায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা পর্যায়ে খোলা হয়েছে একটি বিশেষ সেবা বুথ, যেখানে তাৎক্ষণিক ভূমি-সংশ্লিষ্ট নানা সেবা দেওয়া হচ্ছে। একইসাথে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও দেওয়া হচ্ছে বিশেষ সেবা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “নিজের জমি সুরক্ষায় আগে জমির কাগজপত্র ঠিক রাখতে হবে, প্রতিবছর খাজনা দিতে হবে, খারিজ নিশ্চিত করতে হবে। নানা জটিলতা থাকায় মামলা মোকদ্দমা বেড়ে যায়। বর্তমানে ভূমি সেবা অনলাইনে সহজলভ্য, তাই অন্যকে না দিয়ে নিজের কাজ নিজেই করুন।”

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার। বক্তব্য দেন সরকারি কৌশুলি (জিপি) অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সদর ইউএনও সাইফুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী আকতারুল আলম প্রমুখ।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একইভাবে জেলার ছয়টি উপজেলায়ও পৃথক পৃথক আয়োজনে ভূমি মেলার উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউএনওরা—সাইফুল ইসলাম (সদর), শায়লা সাঈদ তন্বী (ডোমার), মো. ইমরানুজ্জামান (ডিমলা), জায়িদ ইমরুল মোজাক্কিন (জলঢাকা), মৌসুমী হক (কিশোরীগঞ্জ), নুর-ই-আলম সিদ্দিকী (সৈয়দপুর)।

তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সেবা পেতে সাধারণ মানুষের আগ্রহ লক্ষণীয়, বলছেন আয়োজকরা।

মিমিয়া

×