ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গৌরনদীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, জমি সুরক্ষায় বাড়বে সচেতনতা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২০:২১, ২৫ মে ২০২৫

গৌরনদীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন, জমি সুরক্ষায় বাড়বে সচেতনতা

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” শ্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে ভূমি সেবা নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র কুমার, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী শাহেদ আহম্মেদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ও সাংবাদিক খায়রুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ভূমি সেবা প্রত্যাশীরা ব্যাপক অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে ভূমি সেবা সহজলভ্য হবে এবং জনগণের মধ্যে ভূমি কর পরিশোধে সচেতনতা বৃদ্ধি পাবে।

মিমিয়া

×