ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মেলান্দহে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

কাওসার সৌরভ, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ২৫ মে ২০২৫

মেলান্দহে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

ছবি : জনকণ্ঠ

জামালপুরের মেলান্দহে প্রসব করাতে এসে মা ও নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) রাতে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার (২৫ মে) তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার পশ্চিম জালালপুর গ্রামের ইব্রাহিমের স্ত্রী ভাবনা আক্তার (২১)-কে প্রসবব্যথা নিয়ে ৫০ শয্যাবিশিষ্ট মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স নারগিছ আক্তারসহ আরও কয়েকজন স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। টানা এক ঘণ্টার চেষ্টার পর একপর্যায়ে মা ও নবজাতক শিশুর মৃত্যু হয়।

এতে হাসপাতালে চাঞ্চল্য ও হইচই সৃষ্টি হয়। মৃত্যুর খবর পেয়ে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তারা চিকিৎসকদের অবহেলার অভিযোগ তোলেন।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইফুন্নাহার সানি বলেন, “যতটুকু জেনেছি, রোগীর স্বজনরা বাড়িতেই ঘরোয়া ডেলিভারির চেষ্টা করছিলেন এবং ব্যর্থ হয়ে পরে হাসপাতালে নিয়ে আসেন। ওই প্রসূতির সিজারিয়ান অপারেশনের প্রয়োজন ছিল। কিন্তু স্বজনদের আপত্তির মুখে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় গাইনী বিশেষজ্ঞ ডা. সানজিদা তাবাসসুমকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সানজানা

×