ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭, ২৫ মে ২০২৫

ভারতের পুরনো কৌশলে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র?

ছবিঃ সংগৃহীত

ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি একের পর এক রিপোর্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশ থেকে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে ভারতের পূর্ব সীমান্তে। এতে দিল্লিতে উদ্বেগ বাড়ছে, আর ভারত জোরদার করছে সীমান্ত, বিমানবন্দর ও জলপথে নিরাপত্তা।

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-কে ঘিরে আবারও সরব হয়েছে ভারত। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ঢাকার এক জনসভায় জেএমবি নিজেদের উপস্থিতি দেখিয়েছে এবং হামাসের প্রতি সমর্থন জানিয়েছে— যদিও ভারতের পক্ষ থেকে এসব দাবির কোনো স্পষ্ট প্রমাণ দেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ভারত হয়তো কৌশলগত চাপ প্রয়োগের অংশ হিসেবে এ ধরনের তথ্য সামনে আনছে, বিশেষত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে। অনেকে মনে করছেন, এই ধরনের "জঙ্গি নাটক" ভারতের রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহার হতে পারে, বিশেষত ভোট-সংবেদনশীল অঞ্চল পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্ব ভারতে।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে— এটি কি নিছক নিরাপত্তা ইস্যু, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কূটনৈতিক কৌশল?

সূত্র: https://www.youtube.com/watch?v=FW9IyIL1rrQ

মুমু

×