
ইরানে ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে সতর্ক করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেছেন, ইসরাইল একা ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারবে না। রবিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার পাশাপাশি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরাইলের পক্ষ থেকে দেয়া হুমকির কথা উল্লেখ করেন। খবর মেহের নিউজের।
সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প সম্ভাব্য সর্বোত্তম চুক্তি করতে পারবেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প একটা সমাধান অবশ্যই বের করবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি অনুসরণ করছেন। আমি মনে করি এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কেরি জোর দিয়ে বলেন, একা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার ক্ষমতা ইসরাইলের নেই।
প্যানেল